৩১.কলির আকাল         

রাধার ঘরে আগুন জ্বলে    
কৃষ্ণ নাচে মগডালে    
ভরা চন্দ্র চুমো খাচ্ছে    
কুনো ব্যাঙের দুই গালে
 
৩২.অবাক রাণী

সব সুন্দরের সেরা সুন্দর    
আমার মনের রাণী         
সব জ্ঞানীদের সেরা জ্ঞানী         
তারেই আমি জানি        
সেই সে রাণী অত্যাচারী         
পাগলাহাতির স্বভাব তারি       
ভালোবাসার মানুষ হয়ে
কেমনে ইহা মানি     
 
৩৩.নিন্দুক            

নিন্দুকেরে  নিন্দা করে        
এমন নিন্দুক কে          
চেয়ে দেখ তোমার ভিতর          
ব্যস্ত আছে সে         
সব সত্য তাতেই আছে        
তাকেই চিনে নে