২৮.পরীক্ষা নাকি ভুল শিক্ষা

অন্ধকারে এত কাছাকাছি পেয়েও
নিস্তব্ধতা ভঙ্গ করিনি মোটেও
নাড়ীর স্পন্দনে। এও কি কম উৎসর্গ আমার
এরপরও অকারণ সততার
পরীক্ষা নিতে চাও হটকারী কোন রাজার মতন
নাকি ভুল শিক্ষা দিয়ে কোন কন্সেন্ট্রেশন
ক্যাম্পে কেবলই জোনাকির ন‍্যায়
উদ্ভ্রান্ত করে রাখতে চাও আমায়
 
২৯.প্রতিদান 

তোমার দৈন্যের কথা ভুলিনি আমি         
তাইতো আমি ধন্য         
তোমার কষ্টের কথা ভুলিনি আমি              
তাইতো সুখী গণ্য          
তোমার ভালোবাসার কথা ভুলিনি এখনো  
তাইতো আমি বন্য
 
৩০.আতংক 

তাহার এক হাতে ফুল, আর হাতে তলোয়ার      
নাচে পায়ের তলায় তার রঙিন স্বপ্ন বাহার     
মুখে তাহার হাসি মৃদু  
চোখে লাল অগ্নিকুন্ডু         
দেখি আজি এ কোন আজব  মূর্তি তাহার