১৬.মাটি ও জীবন
বহে বালুঝড় তাই থাকি সদা চোখ বুজে
কোথায় মুক্তা মানিক, দেখিনাকো খুঁজে
শুধু অনুভব করি আধোঘুম আধোজাগা সত্বায়
আছে বিশ্বস্ত মাটি এখনো দুপায়ের তলায়
ভালোবাসার শক্ত ঘাঁটি আবার হবে সেথায়
চারিদিকে দেখি কেবলই মাটির অস্থিরতায়
শুধু যে মানুষ ভাঙে আর কেবলই স্বপ্ন ভাঙে
মানুষের গড়া নগর-বন্দর সবই যায় গাঙে
তারপরও মানুষ আছে, দেখি আছে মাটি
তারপরও জীবন খাঁটি ভালোবাসা খাঁটি
তাই জীবন ও মাটির ঠিক মাঝামাঝি
উটপাখির মতো স্বভাবজাত স্বভাবে আজি
নিশ্চিত বিশ্বাসে কেবলই থাকি মুখ গুঁজে
কী আছে, কী নাই আমার দেখি নাকো খুঁজে
১৭.সত্যিই সেলুকাস
বাঘের দামে সোনা মেলে সে
সোনার দামে যে বাঘ
পৌষের মাঝে শ্রাবণ আসে
কোথায় যে গেল মাঘ!
কেবা শোনে হেথা রাজাদের কথা
রাজাই বা শোনে কার!
আমি ঠেলি যতো পিছে যায় ততো
এ কোন্ আজব সংসার!
১৮.খুঁটি
১৪৩.Khuti
সাপে আর নেউলে হয় না সংসার
শুধু হয় খুনশুটি
তুমি আর আমি যেমন বরাবর
যেন কে কার খুঁটি!