১৩.দুঃস্বপ্নের স্বৈরাচার
রাজা আসে রাজা যায়
কেবলই স্বপ্ন দেখে প্রজা
রাজার ঘাড়ে মস্তক নেই
তবুও দাঁড়িয়ে আছে সোজা
রাজা কাঁদে রাণীও কাঁদে
আর সকল প্রজা হাসে
এ কোন রাজ্যে বসত আমার?
আছি, এ কোন পরবাসে!
১৪.নাকি তোমার আগ্রাসন
বিন্দুকে আজ মহাসিন্ধুর দিকে চালাও
চালাও সিন্ধুকে অসীম শুন্যে
প্রেমকে নীল ভালবাসার আগুনে জ্বালাও
জ্বালাও মৃত্যুকে কালো পূণ্যে
একি কেবলই তোমার সনাতন আচার
নাকি কোন অনাচার নূতন
নাকি হে বিরাট! অতল অসীম অপার
কেবলই তোমা-র আগ্রাসন
১৫.প্রশ্ন করি কাকে
পাটিসাপটার খুশবো উড়েছে
যেন ঐ দুষ্টু ঘুড্ডির মাথাল!
এঁদো সোঁদা ওই কৃষ্ণ অঙ্গ
কেন মশালে মশালে লাল?
সব বয়সে এক নেশা যার
পরিনতি যার এক পেশাতে
এক গতি আজ দুই দিকে কেন
তবে মাঝখানে আছে কে ?