অনুকাব্যের আচার ১ ২ ৩
(Fully Figurative and Satirical)

১.কবির ভাবনা
আসলো চৌদ্দ, ঊনচল্লিশ, তারপর
প্রশ্ন জাগে কেবলই-আছে আর
কত-কত
হয়তো শূন্য শূন্য, কেবলই শূন্য
হয়তো বা চলছে নিরন্তর অগ্নিপূর্ণ
শত-শত
 
২.ওরা কারা
কেউ কাঁদে, কেউ হাসে
কেউ গায়, কেউ নাচে
কেউ খেলে, কেউ খায়
কেউ ভাবে, কেউ ঘুমায়

ওই ছোটে ওই যারা
বল মোরে ওরা কারা?
নাম-ধাম-কাম হারা
..…   ……   বাচ্চারা
 
৩.পুকুর চুরি
তিলোত্তমা স্বপ্নপুরী
ঘটল সেথায় পুকুর চুরি
মায়ে কাঁদে বাপে কাঁদে
কাঁদছে কত স্বজন
রাজা আছে স্বপ্ন-ঘোরে
বরকন্দাজে দাও যে মারে
স্বপ্নপুরীর স্বপ্ন নিয়ে
ভাবছে বসে কজন?