২২.আমরা দুজন
তোমার সাথে কায়া ছিল
আমার সাথে মায়া
মধ্যখানে স্বপ্ন ছিল
দুঃস্বপ্নের ছায়া
তোমার হাতে গোলাপ ছিল
আমার কবিতা
তোমার বুকে শিশিরবিন্দু
আমি সবিতা
২৩.হিং টিং ছট
কঠিনে তরল, তরলে বায়বীয়
কুমারির হৃদয়ের মতন
করে ছটফট
এ যেন বড় আজব কাহিনী বটে
হতে পারে কবির দশা
বা হিং টিং ছট
২৪.বিস্ফোরণ
তোমারই রূপের দেশে
দুর্বৃত্ত আমি আজি
এই কাল প্রদোষে
রজনী দীঘল হবে
নিঃশ্বাসের শব্দ ছাড়া
কিছুনা বাকি রবে
ঘটবে অবশেষে
আণবিক বিস্ফোরণ
প্রতিটি কোষে কোষে