আমার প্রিয় কবি, রূপসী বাংলাখ্যাত, বলেছেন- সকলেই কবি নয়,
কেউ কেউ কবি; আসলেইতো তাই হয়  
আর সকলেইতো লেখে না কবিতা,
কেউ কেউ  মোটা কুড়ো-তুষ লাগিয়ে নাকি আঁকে ‘গোবিতা’(?)
কে তুলেছেন এই আগ্রাসী সুর এমন?
-হয়তবা কবিখ্যাত নন এমন একজন  
লেখক দম্ভ ভরে বলেছেন।
এরপর তিনি আরো ভয়ংকর হয়েছেন
এই বলে-এদেশে কাকের থেকে কবির সংখ্যা বেশি।
অতঃপর আপনার কথায় ফিরে আসি-
আমিতো জানিনা এদেশে কাকের সংখ্যা কত হবে
আর কবি কতজন, তবে
কি খুব ছোট হবে অকবিদের মেলা এই বিশ্বজোড়া আকাশের তলায়?
আমার কেন জানি মনে হয়-প্রতিটি মানুষই একেকজন কবি তার ভাবনায়,
চৈত্রের রোদের মতো চেতনায়, আবেগের রঙে
তারা কথা বলে, চোখ মেলে একেবারে কবিতার ঢঙে
কেউ বুঝি, কেউ বুঝিনা
হয়ত আমরা কেউ তার কবিতা-কবিতা অর্থ খুঁজিনা
কখনো। আবার কখনো মনে হয়-
এখানে কেহই কখনও কবি নয়;
এ যেন বিশ্বজোড়া অকবিদের মেলা।এখানে কেউ কেউ কবি সাজে;
ছন্দের নুপূরপায়ে ঝর্ণার মতো নাচে, আর বাতাসের মতো বাজে
                           (গোবিতা < গো-বিষ্ঠা)