কী অদ্ভূত আবাদ! তুচ্ছ লতা-পাতা-ঘাস কেমন অযত্নে বেড়ে যায়
আস্তাবলের বড়সড় তেল চিকচিকে ঘোড়াগুলো দিব‍্যি গোগ্রাসে খায়
আবার তারা প্রাণ খুলে কতবার কত করে রাজকীয় হ্রেষারব দেয়!