তাহার মোহনায় জীবনের আবর্ত কেবল   
কখনও বীভৎস প্রলয়ে বারমুডা ট্রায়াঙ্গল
কখনও প্রত্যয়ী পলিমাটির আবরণে
জীবন ও রঙের সতর্ক সন্তরণে
কেবলই সতেজ সবুজের ইঙ্গিত বহন
কখনও পাখির বাসার মতন ----
কখনও যেনবা শিবের অগ্নি-নয়ন
কখনও ‘হা’ এবং ‘না’তে একাকার
যেন কোন এক আগ্রাসী হানাদার