তোমার দেখা আমার দেখা
এক সে নষ্ট গোলাপ একা
এই সমাজের ফুল

হাজার সিসি রক্ত দিল
দুচোখ ভরে কষ্ট নিল
না পেল সে কুল

তার বুকে আজ কীটের সাজা!
ধ্বংসকারী নষ্ট রাজা!
এও দেখা কি ভুল!