নষ্ট দিনগুলি আজকাল বড়বেশি কষ্টকর
তারছেড়া গীটারের মতো কিংবা আরো বেশি ভয়ংকর-
হায়েনার মুখে প্রিয় শাবকের কণ্ঠনালীর ন্যায়
কেবলি কষ্ট দেয় আজকাল আমায়
চারিদিকে কেবলই বিষবৃক্ষের বুনো পরিহাস
আপন বলয়ে কতক্ষণ আর এই যন্ত্রণার বনবাস
দিব্যি মেনে নেয়া যায়
অষ্টদিকে মগজে ও মননে কেবলি খরার দশা হায়!
পরিশীলিত বোধের ভূমিগুলি আজকাল চর্চার অতিত
সংবৎসর কেবলই পতিত
পড়ে থাকে ওয়েস্টব্যাংক কিংবা দারফুরের কৃষকবিহীন
পড়ে থাকা ক্ষেত-খামালির মতন সৃষ্টিবিহীন, শূন্যতায় লীন
কী নাই! কী নাই! রব হাওয়ায় হাওয়ায়
চারিদিকে, আত্মার খোরাকিতে তাই কেবলই টান পড়ে যায়
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গল্পের ’পর গল্প শুরু হয়
কিন্তু শেষ মেলেনা, একাত্তরের সুদীর্ঘ নয়
মাস যেন, শেষ হয়েও শেষ হয় না আর
জিঘাংসার দৈত্যটা পরাস্ত হয় বারবার
কেবল
তবুও হিসাব মেলেনা; সবকিছু অসীম অতল
নষ্ট দিনগুলির এতো বেশি অত্যাচারিপনা
আজ, ভেঙে দিয়ে যায় যেন বুকের সীমানা খানা
কেড়ে নিয়ে যায় যেন বড়বেশি জুলুম করে
সাধের লোহিত কণিকার বাক্সটা ধরে
কোন এক ওলন্দাজ জলদস্যু, ফুলনদেবী কিংবা কোন এক রত্নাকর
অতঃপর
গমের চারার মতন বোধের পলেস্তারায়
আজ কেবলি সাঁড়াশি অভিযান চলে দক্ষ গেরিলার ন্যায়
দমাদম পড়ে যেন ‘প্রগতির হাতুড়ি’ হায়!
আজ পরাজিত সাম্যবাদী কোন ট্রটস্কির মাথায়