তুমি ঐ ঘরে যাও
দুর্গম পাহাড় টপকে টপকে,
ডোবা-নালা লাফিয়ে লাফিয়ে
তুমি ঐ ঘরে যাও
তুমি অবশ্যই অনুগামী হারাও
কেননা, সকলের অনুভূতিতো সমান লাফাতে পারে না
ঐ ঘরে আমিও তো যাই
আকাশে উড়ে উড়ে উড়ে সোজা পথে
আমি ঐ ঘরে যাই
আমিও কি অনুগামী হারাই?
হয়ত বা। কেননা, প্রাকৃতিক দূরবীণের সীমাবদ্ধ ক্ষমতা
বলতে কি পারো আমরা কে কার নকল?
হতে পারে দুজনাই
কেননা, অতঃপর আমরা তো দুজনেই অনুগামী হারাই
লোকে বলে আমরা নাকি বড্ড খোঁচা মারি
আবার কেউ কেউ বলে-আমাদের নাকি অভিমান ভারী!
যেখানে বড্ড ডি-নেচার্ড জগতের স্বরূপ
আর আমরা ভালবাসি স্যাটায়ার;
খোঁচা তো থাকবেই
আর অভিমান!
সে তো অমোঘ অস্ত্র, মূলের বিরুদ্ধে অভিযান!
তাই যে, কারণে-অকারণে অভিমান করে না
সে কখনো নিজেকে নকল করতে পারে না।