হে পথিক, তুমি বিভ্রান্তের মতো ঘুরছ কেন?
মনে হয় দেখে যেন-
কিছু খুঁজে ফির, তুমি কি কিছু হারিয়েছ?
পথ ভুলে গেছ?
ভুলেছ অতীত, স্বজন-সমাচার?
শিকড়ই-বা কোথায় তোমার,
কোথা থেকে তুমি এখানে এলে,
এখানকার ঠিকানাই-বা কোথায় পেলে?
এক অজানা অদেখা কেউ একজন তুমি
দেখে মনে হয়, কিন্তু এতো সুবর্ণভূমি;
তুমি এখানে নিষিদ্ধ
একেবারে অবাঞ্ছিত
তোমার পকেটে কি আছে চেতনার কার্ড,
বুকের ভেতরে সীলমারা হার্ট,
আছে কবলা দলিল, খতিয়ান,
কোন শর্তহীন দলিলি হেবা কিংবা দান,
নিদেনপক্ষে কোন বন্টননামা আইনী
অথবা প্রথম সারির উত্তরাধিকার-কাহিনী?
যদি নাই থাকে, তবে পালাও! পালাও এবার!
এই আকাশ- মাটি, জল-হাওয়া কিছুই নয় তোমার
এই সূর্যাস্ত, সূযোদয়, এই সোনা-সোনা সময়
কোন কিছুই তোমার নয়
এ যে সুবর্ণভূমি
এখানে থাকলে তুমি
হয়ে যাবে পাথর কিংবা উদ্ভিদ; প্রাণিদশাহীন
থাকবে কেবলই ধুলিতে বিলীন
এমন পাথর, উদ্ভিদ অ-নে-ক আছে এখানে
হে পথিক তবুও থাকবে তুমি এই চেতনা-বাথানে?
কিন্তু কোন অভিমানে!
কিংবা কিসের অভিযানে!
            (রচনাকাল-জুলাই ২০২৩)