ঘর বদল হয়, বর বদল হয়      
একই কালে স্বর বদল হয়
ঘাটে-ঘাটে দর বদল হয়
কেবল ভাগ্য বদল হয়নারে 

রাতের মন্ত্র দিনে শোনা
একশো হতে উল্টো গোনা
সকল হাতে একই সোনা
দেখ, কীযে মজার গয়নারে!