আমায় যদি দুঃখ দাও
দুই করতল ভরে
সযত্নে নিতে পারি তাও
সময়ের পাজরে
যদি ক্যান্সারের মতো মৃত্যু দাও
সংসারী নারীর মতো করে
নিতে পারি তাও
শুধু অকারণ মৃত্যুর মতো ওরে
কেবলই ঝরঝরে
প্রশ্নগুলি এবার ফিরিয়ে নাও
ফিরিয়ে নাও