সব সত্যকে তো আর বলা য়ায় না বোকা, পাগল কিংবা
মাতালের মতো। কেননা, সমুদয় অপ্রিয় ফলাফল হজম করার মতো
দুঃসাহসী আমিতো নই। কিন্তু, বলতে তো হবেই; অনেকটা দায়ভার
বারুদের মতো উসকে দেয় কিনা আমাকে! তাই সত্যকে খোলস পরাই;
রং করা খোলস, কখনো বিদ্ঘুটে। ছদ্মবেশী রূপকের আড়ালে
দিব্য চালান করে দেই। এটা নাজায়েজ নয়।
কিন্তু, সকলেই তো খোলস ভাঙতে পারে না। সকলের কি আর
এমন দন্ত-নখর থাকে! তাই রীতিমতো থাকি নির্ভার।
এটুকুই শান্তি আমার। শান্তিপ্রিয় মানুষ আমি, কেন অশান্তির আগুনে
সাধ করে পুড়বো, আমিতো রীতিমতো কবিতার সাথে থাকি।