জীবন এতটা তিক্ত হয়ে গেছে আজকাল, সময় এতটা রিক্ত!
তাই ভুল করেও আর ভাবনায় কবিতারা আসে না
পরের দিনের পত্রিকার আগ্রাসী শিরোনামগুলো
রাতটাকে কেবলই ব‍্যস্ত রাখে
আর সকাল?
সেতো আরেক আগ্রাসী কলেস্টেরল সামলানোর কাজে
বড্ড ব‍্যস্ত থাকে
এর পরেতো আছে সংসারের ফিরিস্তি মেটানোর দায়
দুপুরগুলো কখন আসে, কখন যে যায়
একেবারেই বুঝি না
পড়ন্ত বিকেলটা কিছুটা খুনসুটি আচার,
আর এক মগ গরম চায়ের
এখন তোমরাই বলো, কবিতার জন‍্য সময় কোথায়?
তাই সে বড্ড অভিমান করে আছে;
এদিকে আর আসে না।