যদি আজ এমনই হতো-
এক নিমিষেই ১৭ কোটি মানুষ হয়ে যেত
লুইপা, বড়ুচন্ডি দাস কিংবা এ কালের মুজাহিদী
এমনই হতো যদি-
বসতো এক চাঁদোয়ার নীচে একাকার সকলে
বাংলা একাডেমি কিংবা রমনার বটমূলে
আবৃতির এক মহাযজ্ঞে, তখন হয়তো
আকাশটা কিছুটা ঈশ্বরহীন হয়ে যেত
শেলী কিংবা আরজ আলী মাতব্বরের মতন
তবে এ গাঙ্গেয় ব-দ্বীপ হতো সেই স্বপন-
পলল-ভূমি, যেখানে আর
কখনো জন্মাত না কোন এরশাদ শিকদার
বাংলা ভাই কিংবা বন-খাদকেরা
জন্মাত না কোন ইয়াবা সম্রাজ্ঞীর মতো বিষ-বৃক্ষরা
এ মাটিতে কোন রক্তের দাগ পড়তো না
অন্যের স্বপ্নকে খুন করে কেউ কখনো আর স্বপ্ন-সৌধ গড়তো না
এ আমার কবিতার নিশ্চিত বিশ্বাস
যদিও আজ কবিরাও করে সন্ত্রাস
করে কেবলই নীরবে-নিভৃতে
অপদেবতার সকল নক্সাল-বাড়িতে
কবিতার ককটেইলে
শুধু সেই কবিতার সন্ত্রাস চাই আমি একালে
আমি চাই আজ সেই সন্ত্রাসী কবিবর
আমি চাই সেই বাজিকরী চিত্রকর
যিনি স্বপ্ন দেখান
যিনি নিরন্তর ভাবতে শেখান
আমি চাই আজ ১৭ কোটি জয়নুল, এসএম সুলতান
আমি চাই ১৭ কোটি শামসুর রাহমান