জীবনের ঘাটেঘাটে সময়ের সুতীব্র স্রোতধারায়
কেবলই আকার কমায় আর বাড়ায়, অকারণে রং বদলায়
কিন্তু সে কখনো চমতকৃত হয়নি
জানি কখনও কাউকে চমতকৃত করেনি
যে পায়নি পরিবেশ-তাড়িত বিকৃতি কোন কিংবা কোন তাপ-ঝাপ
-এ যে কোন এক ক্ষুধার্ত জীবনের এপিটাফ!

অনন্ত জিজ্ঞাসার হুকে ঝুলে থাকা যে জীবন
পেয়েছে অসঙ্গায়িত হওয়ার মর্যাদা কোন, আজতো তার পরিণতির ক্ষণ
অতৃপ্ত জীবন অতঃপর অনাড়ম্বর সমাহিত হলো
এবং এ দফা এখানেই শেষ হয়ে গেল
শেষবারের মতো

খাদ্য-খোঁজা পিঁপড়ার ন্যায় কোন রোবোর্ট হয়ত,
অতিক্রান্ত জীবনের এপিটাফ, তোমাকে নিয়ে যাবে টেনে
ঠাঁই হবে কোন ডেড-স্টক গুদামের কোণে  
অথবা ইতিহাসের আস্তাকুড়ে
কিন্তু আমিতো জানি-তুমি আমার বিরান সময়ের কাব্য-আকাশ জুড়ে
রয়ে যাবে ঠিকই অশরীরি ব্যাকগ্রাউন্ড জলছাপ
হয়ে, হে, ক্ষুধার্ত জীবনের এপিটাফ!

হয়ত তুমি আবার একদিন আসবে ফিরে এই ট্রানজিশন দফাশেষে
শেষদফা শুরু হলে, কিন্তু এই বেশে নয়, হয়ত কোন শুভ্র পাথরের বেশে;
দারিদ্র্যের সুনসান বিস্তারে মোটামুটি ঠিকঠাক-
তখনকার ‘ক্ষুধামুক্ত জীবনের এপিটাফ’

(আমার গতকালের কবিতার ভাবনার অনুবৃত্তিক্রমে)