দুর্দান্ত সাহসী এক কবির মতো আজ নিশ্চিত বিশ্বাসে বলতে পারি-
তোমার চোখ থেকে এই চোখ, তোমার বুক থেকে এই বুক আমারই
কেবলই এক নিঃশ্বাসের পথ। তারপরও তিরিশ বছর পথ চলেছি যত
অরণ্যের গহীনে, কেবলই আঁকাবাঁকা, দিশাহারা স্বপ্নের মতো;

কখনো ইবনেবতুতা, কখনো সীমাহীন সমুদ্রে দেশ খোঁজার নেশায়
যেন কলম্বাস এক, যাকে নিতান্তই চিরকালের এক বিভ্রান্ত লাগে।
 
পাহাড় পেরিয়ে যাওয়া এক সূর্যের দিন শেষে পরাজিত কোন কবির ন্যায়
নিশ্চিত বিস্ময়ে ভাবি-আমার সে বিশ্বাসের খড়-কুটো আদিম প্রতিমায়  
আজ তোমার এ কোন অবাঞ্ছিত দস্যু-কীটের বেড়ে ওঠা জবর-দখল!
কিবা তার স্বভাব, কিবা তার পরিচয়, কী রহস্যে ভরা গভীর এক ছল !

আজব আনাগোনা চারিদিকে আমাদের এই অদৃশ্য যৌথ আঙিনায়
আজি এ প্রেমিক শিল্পের চূড়ান্ত আয়োজনে পরিপক্ক অত্যাচারের আগে।