জানি, জীবনের সব দুঃখকে দেখা যায় না
দেখা যায় না যেমন সবটুকুন ভালোবাসার বায়না
কিছুকিছু ক্ষত থাকে একান্ত আপনার
যেখানে পৌঁছে না কোনদিন কোন সেবিকার
মায়াবতী হাত, উষ্ণ সেবার ছাপ
যেখানে পৌঁছে না কখনো একশো কোটি সূর্যের নির্ভেজাল তাপ
জানি, হাজারটি কথার পরেও কথা থেকে যায়
যন্ত্রণার নীল দশার মতো ঠিক সীমাহীন সীমানায়
তেমনি ভালোবাসার পূর্ণতা কোনদিন খুঁজে পাবে না মানি
খুঁজে পাবে না দুঃখের পূর্ণতাও জানি
কখনো, কারণ বৃক্ষপেশীর মতো পরতে পরতে তার
এক জটিল রহস্যময়তার ভার
কেবলই বিস্ময়ে মর্মর
কোন কিছু এক; চিরবিস্ময়কর!