যদি থাকে একটু মেধা
না হোক সোজা, হোক কিছুটা বেকা
ক্ষতি কিছু নাই
তার সাথে যদি থাকে বুদ্ধি কিছুটাই
সোনায় সোহাগা বটে
রটুকনা সবটুকু যদি কিছু রটে
কোন ক্ষতি নেই তাতে নিশ্চয়
যদি থাকে একটু সাহস, দুঃসাহস যদি হয়
আরো ভালো
যদি থাকে ধূয়ার নেশা, আলো না হোক, একটু কালো
জগৎ যদি থাকে, যদি থাকে পানীয়র টান
যদি থাকে আকাশের সাথে  কানেকশান
কোন, তার সাথে যদি থাকে পেশীর শক্তি
ডেগার-পিস্তলে গুরু ভক্তি
যদি থাকে বিস্তর, তাহলে তো কথাই নাই
ত্রি-ম, স্বর্গ-শান্তি সব তোমার, আর কী চাই?
দেশতো বাড়ির কাছে, তোমার পুরা জগতটাই!