অনেকটা সময় রয়ে গেলাম আমি সর্বজনীন অনুভূতির আড়ালে
পারিপার্শ্ব-জগৎ তার জীবন্ত বোধের হস্ত দুটি হর-হামেশা না বাড়ালে
এমনি করে নীরবে মুছে যায় বুঝি!
সংসার-কিংবদন্তী কালের সাথে যুঝি
মেটোনিমি ফিগারের জীবন কি চলে, বারোয়াড়ী জীবন থমকে দাঁড়ালে?
(২৩১১২৪, ঢাকা)