জীবন আমায় শিখিয়েছে বেশ মরণের কাছাকাছি হতে
তাই জীবন থেকে পালিয়ে বেড়াই বেঁচে থাকতে কোনমতে
মরণের স্বাদ পেতে হবে বলে
জীবনের স্বাদ পাইনি কোন কালে
জীবন খুঁজে খুঁজে তাই নিরন্তর চলেছি সেই মরণের পথে।