হে কবি, তোমার সেই বাংলার মুখ আমিও দেখেছি, জানি-
দেখেছি তার যুগ-ক্লান্ত বিধ্বস্ত বিবর্ণ রূপখানি,
যা হয়তো তুমি দেখনি কখনও কোন কুক্ষণে
হে কবি, আজ তাই বলতে হয় গভীর দুঃখভরা মনে
তোমার সে ধানসিঁড়ি আজ মরতে বসেছে সেখানে
জানি না সে কোন অভিমানে
তোমার সে শালিকেরা আজ আর নাই করে
লুটোপুটি,ছুটোছুটি সেই বালুচরে
কোথায় গেল সে! কোথায় গেল তার হৈ-হল্লা সুখ!
হয়তো আদিম মানুষের নগ্ন আবিলতায় আজ তারাও হয়েছে বিমুখ
হে কবি আরো কিছু শুনতে চাও-
ছাতার মতো সেই ডুমুর পাতাও
কোথাও আর সহজে দেখা যায় না
ঘুম-কাতর দোয়েলের ছানা-
সে নিরুদ্দেশ হয়েছে কবে!
জানি তাকে আ-র কখনো খুঁজে না পাবে
এই বাংলায়। শাশ্বত ব্রতের পাল তুলে আর না চলে
বেহুলার ভেলা,সে-ই সে গাঙুড়ের জলে
ইন্দ্রপুরী আজ বুঝি বিমুখ হয়েছে কোন কুক্ষণে
তাই আর সেখানে
কোনভাবে কোন বার্তা যায়না
তাই বুঝি লখিন্দরেরাও আর প্রাণ ফিরে পায়না
হে কবি তোমার সে বাংলার মুখ
কলমীদামের সুখ
শেষ বিকেলের ছটিবনে দেবদারু ছায়া
হিজল-তমালের মায়া-
ঘেরা রোদ পড়ে যাওয়া বিকেলের বিলের ধার
দেখে যাও আর একবার-
সে যেন আজ অনেক অনেক দূর!
কুঁয়াসার মতো ঝাঁপসা, কেবলই পান্ডুর
কোন স্বপ্নের ছায়া। সবুজের সীমান্ত আজ লাল হয়ে আছে
স্বজনের গাঢ় রক্তে, পাছে
তার দিগন্ত-জোড়া পান্ডুর আকাশ
গুমোট হয়ে আছে আজ বুকে নিয়ে ভালোবাসার মৃত্যু-গন্ধ-বাতাস
বসন্ত বাতাসে আজ আর এখানে
গুনগুনিয়ে মাতাল ভ্রমর আসে না।আসে সেখানে
মৃদু-মন্দ
বাতাসে কেবলই ঝাঁঝালো বারুদের উৎকট গন্ধ
তাইতো আর দুর্দান্ত কিশোরীর মতো ফুলেরা ফোঁটে না
নববধুর লাজনত মুখের মতো আজ আর চাঁদ ওঠে না
বাংলার আকাশে
কোথায় ফুলের গন্ধ বাতাসে!
কোথায় ভ্রমরের বাণী!
কোথায় ফুল, কোথায় চাঁদ, কোথায় সে সবুজের হাতছানি!
দেখে যাও আজ দেশজোড়া এক ভযংকর যুদ্ধের ময়দান
আমরা সবাই উন্মাদ, আগ্রাসী ছদ্মবেশি শয়তান
সকলে মত্ত কোন এক মহা ধ্বংসের খেলায়
কেবলই অকারণ হননের নেশায়
হে কবি, আর একবার এসো তোমার সে বাংলার পরে
ফেলে যাও দুফোঁটা লোনাজল করুণা করে;
এ মাটি আবার সরস হয়ে উঠুক
তোমার সে ধানসিঁড়িটি আবার জাগুক
ফিরে আসুক শালিকের দল বারবার ধানসিঁড়িটির চরে
ছাতার মতো ডুমুর পাতাটির আবছায়া ঘরে
দোয়েলের ছানাটি আবার ফিরে চাই
আবার যেন ঘরেঘরে আমরা বেহুলাকে পাই
তাহলে লখিন্দরেরা আবার প্রাণ ফিরে পাবে নিশ্চয়
এ আমার এই আমি থাকার প্রত্যয়
এ আমার দেশ-ভাবনার প্রত্যয়-
জানি আবার আসবে একদিন সেই সোনালী সময়
যখন মানুষ মানুষকে আবার ভালোবাসবে
মানুষের জীবনে হুল্লোড় করে ফিরে আসবে
হারিয়ে যাওয়া সেই শান্তি ও স্বপ্ন হৃদয় ভরে
জানি আবার জাগবে মানুষ ও জীবন মানুষের ঘরেঘরে।