একদা জীবন ছিল মাধবী লতার মতো এক বাড়ন্ত জীবন
স্বপ্নেরা ফুটতো সেখানে যেন স্বপ্নেরই মতন
হুলুস্থুল সারাক্ষণ। জানতাম, একদিন তারা ভেঙ্গে সব দুঃস্বপ্নের বাঁধ
আমাকেই ছাড়িয়ে যাবে। একদিন রাতগুলি ছিল আমার মাধবী চাঁদ
আর দিনগুলি যেন ফাগুনের বেলা। তারই মাঝে অপার হাসি আনন্দ
আর অবারিত প্রাপ্তির ছন্দ
কেবলই থাকতো মেতে এক হৈহুল্লোড় সুখে
সহসা এলোমেলো হলো সবই; জীবন যেন আজ এক ভয়ংকর রাহুর মুখে
আটকে আছে। স্বপ্নেরা ঝরে গেছে, মরে গেছে, তারা আজ মূল্যহীন অসার
নির্জীব ধূলির সাথে মিশে আছে একাকার
ফাগুনের বেলা আজ কেবলই ধূসর চৈত্রের দুপুর
মাধবী রাত বিলীন কোন অমানিশায়, বাজে না আর চাঁদের নূপুর
জীবনের উঠোনে। ডুবে গেছে জীবনের কাংখিত সে সমুদ্রভেজা সবিতা
এক অতল অন্ধকারে, তাই জীবন যেন আজ একটা অমিল কবিতা