আজি ডাইনে বিসুভিয়াসের দেখি আগ্রাসন
আর বামে প্রশান্তর আহারে! মন্দ সমীরণ
তারই মাঝে আছে লক্ষ-কোটি খোঁপের কপোত
করে দূরন্ত ছুটাছুটি কেবলই দিনরাত
এরই নাম পিছুটান অথবা সম্মুখে গমন
এরই নাম যুদ্ধ-যুদ্ধ কিংবা মদীরা-জীবন