বিশ্বাসের আকাল শুরু হয়ে গেছে সেই কবে থেকে!
সে এখন রাজার হালে সীমাহীন সীমানায় দিব্যি রাজত্ব করে।
পরম কাংখিত সে গোটা সত্তা কেমন খন্ড-বিখন্ড
হতে হতে শত খন্ডে বিরাজিত আজ! শুধুই বিপরীত আদল;
সাপে-নেউলে সম্পর্ক আচার, যেন বজ্রের মত বিধ্বংসী
বিপরীত টান। কোথায় স্বগোত্রীয় বোধের প্রীতি!
কোথায় কৃষ্টি-কালচারের মাখামাখি ক্ষীর!
আমি নাই, তুমি নাই, আমরা নাই কোথাও-
এমন দশাহীন দশার টুকরো সত্তা কীভাবে বিশ্ব-প্রীতি
পাবে বলো! একাট্টা সত্তা আর বলিষ্ঠ জাতিস্বর ছাড়া
কবে কোন জাতি পৃথিবীতে হয়েছে মহান?  

(এখানে Nation’s voice কে ‘জাতিস্বর’ বলা হয়েছে)