হায় বিধাতা! একি দেখালে-দীপ্ত আলোয়ভরা দিনটি
এই ঘরের ভেতরে নিজস্ব আঁধারের মাঝে হঠাৎ বিলীন হয়ে গেল!
দুকান পেতে বাহিরে শুনি কেবল
উন্মাদ বাতাসের বিদ্রোহী গান
কল্পনার গোয়েন্দা-ফানুস উড়াই তোমার চরাচরে
যতদূর যায় সে ছবির মালা গেঁথে পাঠায়;
হিরন্ময় আলো গেল কোথায়?
চারিদিকে কুয়াসার মতো আঁধারের ডানা
বৃক্ষ-পাশে রাস্তার পরে এলোমেলো পড়ে আছে অজস্র কঙ্কর
সাথে নিয়ে ডাল-পালাসমেত লাল ফুলের গুচ্ছ-
একি বিধ্বস্ত দিনের ক্লান্ত এক রূপ!
সহসা ভ্রম কেটে গেলে দেখি -
এ যে, রক্তমাখা ক্ষত নিয়ে বুকে পড়ে আছে এখানে-সেখানে
বড্ড উচ্ছ্বল স্বপ্নবাজ আমাদের বেশকিছু পড়ুয়া তরুণ!