প্রেয়সীর উরুমূলে আজ আমূলবিদ্ধ ছোরা
খুবলে খুবলে খাচ্ছে ঐ শকুনীরদল, ওরা
কেবলই স্ফীত বুক
অর্থনীতির শীর্ণ ভাড়ারে আজ বড়বেশি বাড়ন্ত সুখ
তবুও বুনোশৃগাল তেড়ে আসে আজ তার চারিধারে
কেন আসে তারা হাজারে হাজারে?
চারিদিকে রহস্য-বাতাসের তীক্ষ্ণ ঘুর্ণিচক্র বেহাল
করে ফেলে সকল অধিকার, আর দুর্ভেদ্য ছলনার জাল
এক অস্থির চৌচির সময়টাকে আপদ-মস্তক ঘিরে ফেলে
এই আকাশ-পাতাল বাঁধার অনড়তাকে ঠেলেঠেলে
তাই বুঝি জাহান্নামের কবিতা-পোস্টার হাতে
আজকাল ঐ যে দিনে-রাতে
সাপপিঁপড়ার মিছিল
কেবলই পলাশ-পলাশ মিছিল
চারিদিকে উদ্ধত হাতে ঝান্ডা-মশাল-ঝাঁটা
বুকে পিঠে বারুদ রঙের প্লাকার্ড সাঁটা-
‘স্বৈরাচার নিপাত যাক
গণতন্ত্র মুক্তি পাক’
চতুর্দিকে অবাক গোধূলি, অবাক!