তোমাকে স্বপ্নের মতন শূন্য অবয়বে পেতে চাইনে আর
আরো বেশি পেতে চাই আজ বড়বেশি রোদেলা বাস্তবতায়
যেন রক্ত-মাংসের ককটেইলের শব্দেঠাসা কোন যৌবন-বিহার
কেননা, এ ফুলশয্যা হবে আমার আজ সেই শূলশয্যায়
যেখানে, ঐতিহাসিক গর্ভদশার সাত আসমান-যন্ত্রণার নীলে
অবিনাশী কোন এক বিশ্ব-মতবাদের আকারে-প্রকারে
পুনর্জন্ম হবে আমার কেবলই রাজপথে কেবলই মিছিলে
কিংবা সুকান্তের কবিতা-পোস্টারে, কবিতা-পোস্টারে