তোকে নিয়ে ভাবছি রাতে-
কৃষ্ণচূঁড়ার নিয়ে আলো
মনের কালো মিশিয়ে তাতে
মিশাস আবার গুহার কালো
বান্দা হয়ে ধান্ধা করিস এবার
ওরে ও, চোরের বেটা চোর     
আমার নেশার খেলনা করার      
বুঝিবা, এবার পালা তোর