আমার স্বপ্নরা সবই লুটে নিয়ে গেছে;
আমার যত সাধ্য-সামর্থ্য, দুহাতের জোর
বেকার আমি তাই পংক্তিমালার ঘুড্ডি উড়াই
কার্তিকের অচল বায়ুর আকাশে
হারামজাদা বাতাস তাকেও ছুঁয়ে দেখে না;
চক্র দিতে দিতে ঘুড্ডি আমার মাটিতে ধপাস
আমার স্বপ্নের দোষে বাতাসও কি হলো আক্রান্ত?
চুরি হয়ে গেল তার সব সাধ্য-শক্তি, স্রোতের টান!
সেও কি হলো বেসামাল পথের পথিক?
(১০১১২৪, ঢাকা)
(স্বপ্নহারা মানুষের এমনই দশা হয়।)