তুমি আমার ঘরে বসত করো, আমার তা খাও
সারাক্ষণ, আবার আমাকে যখন তখন তির্যক কথা শোনাও!
বেয়াদবের মতো সমালোচনা করো, তুমি কোথায় পেলে
এত দুঃসাহস? তুমি কি আলেকজান্ডার? কোন চুলা থেকে তুমি এলে?
শুনে রাখো, আমার কাছে এমন চিটাগুড় আছে, যা দিয়ে
তোমার জিহ্বার বাড়ন্ত ডগাটাকে তালুর সাথে আচ্ছা করে দিব লটকিয়ে
কথা বলার সাধ জীবনের মতো মিটে যাবে
আগুনমুখার ঘুর্ণিচক্রে পড়ে রাতদিন খাবিখাবে
তার পরেও যদি সোজা না হও, যদি ভাবো বাঁকা কিছু বলবে, বা করবে
দিব্যি বলে দিলাম তুমি অবশ্যই বেঘোরে মরবে
জেনে রাখো, আমার কাছে
এমন অদৃশ্য যাদুকরী এক পোষাক আছে,
যার ভেতরে ঢুকিয়ে তোমাকে নিমিষেই হাওয়া করে দিব
আর তোমার সবটুকু সাঁধ-শক্তি-স্বপ্ন দুহাতে কেড়ে নিব
আর তুমি নিঃস্ব হয়ে পড়ে থাকবে, তারপরেও বলবে
বোকার মতো- তুমি আমার সাথে লড়বে?
এতেও যদি শিক্ষা না হয়, তবে শুনে রাখ কান পেতে-
আমার আছে তারারূপী সূর্যে ভরা অনন্ত আকাশ, যেখানে দুহাতে
তোমাকে ঘুড়ির মতো উড়িয়ে দিব, তুমি উড়ে উড়ে যাবে
এক তারা থেকে আরেক তারায়, তারাগুলো খুবলে খুবলে তোমাকে খাবে
তুমি ছাড় পাবে না; হয়তো কোন সূর্য এসে তোমাকে গলিয়ে দেবে, তুমি গলে গলে
জলের মতো পড়বে ভূতলে
ধুলির সাথে মিশে যাবে একেবারে
এর পরেও লড়বে তুমি আমার সাথে? বলি, কোন আকারে?
তুমি আসলে কিছুই নও, আমিই সব, রাজাধিরাজ, আমিই তোমার প্রভূ
নিজেকে তুমি যতই বলশালী, বিদ্যাশালী, স্বপ্নশালী ভাব না কেন, দাস হয়ে থাকবে তবু