বনেদী ঝগড়া দেখে দেখে আমরা দিব্যি বয়স বাড়াই, রোদহীন গাঢ়
কুয়াসার ভেতর দিয়ে কেবলই দিন বেড়ে যায়
অতঃপর ভয়াল রাত পরিণত হয়ে আরেকটি
অনিশ্চিত সকাল এনে দাঁড় করায় আমাদের দুয়ারে
এবারের ঝগড়ায় কী দেখলাম আমরা!
একি নানী-নাতীর খুনশুটি-বেশ মজাকর, আচার-আচার!
নাকি অনেক অজানা অন্যকিছুর এক ভয়ংকর ইঙ্গিত?
এক বিখ্যাত কবির কাছে এক গৌণ কবি জানতে চায় আজ-
বেঁচে থাকলে এবার তিনি কী বলতেন?
একি দেশজোড়া এক কুরুক্ষেত্রের ময়দান?
জানি না সেটা কতটা ভয়াল ছিল
ভাবনার চাপে কবির মাথা বুঝি একেবারে বিগড়ে যায়
কবি একবার জানতে চেয়েছিল অদেখা সত্তার কাছে-
‘আর কবে কোথা সে কোন বিষ ঢালবে’
কবি বুঝি এবার বুঝেছে- এবারের বিষের
ঝাল কত কড়া!
এই ঝগড়ার কে দেবে ঝালমুড়ি-ফয়সালা একটু কাসুন্দি মিশিয়ে!
কে আছে এমন যাদুকরী রাজার রাজা?
বেতাল-বেহাল কবি তাই আবার ভাবে-
আমরাতো দিব্যি একুশ পেরিয়ে এসেছি, একত্রিশ সমাগত দ্বারে
আমরা এখন ডিজিটাল শার্টের পরে
স্মার্ট কোর্ট পরে একচল্লিশের পথে দিব্যি ধাবমান(!)
নিশ্চিত সগৌরবে আমরা তাদের একজন হবো
তারপরেও একটি বিদঘুটে প্রশ্ন থেকে গেল পিছনে-
এবারের মিশন কি সফল হলো?
নাকি হবে!