কবিতার সে ফাল্গুন শেষ,
তাই কামনা-বহ্নি রেশ
উড়ন্ত মেঘের মতো আর নাহি চলে
বুকও নাই, সুখও নাই
আশার বসতি তাই
ডুবে গেছে জমুনার কালো অতলে
নাই আর ইতিহাস তার
নাই কীর্তি-গাঁথা-ভার
নাই আদিম অধিকার
আজ কীর্তি ও সত্তায়, কলা ও কৌশলে
দেশভাগের এক উদ্বাস্তু যেন হায়!
আজ কেবলই ঠেলা খায়, ঠেলা খায়
স্বার্থপর সে মাটির অস্থিরতায়
আজব এ সংসারের একুলে ওকুলে
কামনার ফার্নেসে এক বা একুশ বছর ধরে
নীল ভালবাসার এ আজব রহস্য-সংসারে
ধিকি-ধিকি জ্ব’লে নিভে যাবে গঙ্গাজলে;
সব যন্ত্রণার উর্ধে যেন নিঃশেষ এক নিস্ফলে
(তিনটি ভগ্নাংশের দ্বারা একটি সত্তা আজ পূর্ণাঙ্গ হলো।
পরীক্ষা করার জন্য তিনটি ভগ্নাংশ একত্রে পড়ে দেখা যায়।)