খোকার হাতের আপেল, নাকি কমলা
নাকি কুসুম-কুসুম কোন এক গোলাপ দলা
নাকি লালাভ এক মিমি-চকোলেট
কখনও শরতের শিশির কেবলই দুর্বাপত্রে
পাপও নেই পূণ্যও নেই ছত্রে-ছত্রে
কেবলই নিরন্তর এক শূন্য পকেট
এমনই গোলাপ এক; কাঁটাহীন কীটহীন, দেখ না
কখনও পিকাসোর জীবন্ত এক উপ-ম্যাডোনা
বিস্ময়কর এক বিধ্বংসী সৌন্দর্যে
কেবলই দূরের অজানার উদ্দেশ্যে
যেন এক গতিময় দূরন্ত রকেট
(পরবর্তীতে আসবে-ভগ্নাংশ-তিনের দুই)