তোমার সাথে কায়া ছিল
আমার সাথে মায়া
মধ্যখানে স্বপ্ন ছিল
দুঃস্বপ্নের ছায়া
তোমার হাতে গোলাপ ছিল
আমার কবিতা
তোমার বুকে শিশিরবিন্দু
আমি সবিতা