আমি সবকিছু পেতে চাই, একেবারে নিজের করে পেতে চাই
যাহা কিছু আমার আছে, যাহা কিছু আমার নাই
যাহা কিছু তোমার, তাহার
যাহা কিছু সকলের আপনার
তার সবকিছুর সবটাই
আমি কেবলই নিজের ভেতরে পেতে চাই
তোমার সকল সুখ ও শান্তি
সকল হাসি-সম্পদ, তোমার যত স্বস্তি
তোমার একান্ত বাসনা
তোমার তাবৎ স্বপ্ন ও সম্ভাবনা
সব আমার করে পেতে চাই
কেবলই আমার করে পেতে চাই
তোমার সারা শরীর জুড়ে আমি চাই শুধু দুঃখের প্লাবন
শুধু দুচোখ জুড়ে চাই কান্নার শ্রাবণ
তোমার ভেতরে বাহিরে কেবলই কষ্টের দহন চাই
তুমি কেবলই কষ্টে থাকো, থাকো তুমি জাহান্নামে সর্বদাই
তোমার যাহা কিছু আছে নামে ও বেনামে
যাহা কিছু তোমার সামনে ও পিছনে, ডাইনে কিংবা বামে
খান্ডব দাহনে পুড়ে সব ছাই হয়ে যাক, ছাই হয়ে যাক
তোমার শরীর ও আত্মা হোক জ্বলন্ত খাঁক
আমি সারাক্ষণ এটাই চাই
যার কোন বিকল্প নাই
যদি জাহান্নামের ভেতরেও তুমি কোন স্বস্তি পাও
যদি সেখানে কোন স্বার্থ খুঁজে নাও
আমি তাও পেতে চাই আমার করে
কেবলই আমার ভেতরে
তোমার বলে কিছুই থাকবে না, শুধু তুমি থাকবে পড়ে
আর তোমার ভেতর বাহির জুড়ে
কেবলই না পাওয়ার কষ্টের আগুন থাকবে
অসহ্য এক আগুন থাকবে
আর চারিদিকে তোমার
কেবলই আমার
চাওয়া জাগবে
এক আগ্রাসী চাওয়া জাগবে
এক কথায়- আমি স-অ-ব কিছু পেতে চাই
এখানে তোমার বলে কিছু থাকবে না, তোমার বলে কিছু নাই