তোমাদের সময়ের শ্রেষ্ঠতম কেউ, আজ তোমাদের কেউ হই?
আর কি কোন রঙে-ঢঙে কোনভাবে তোমাদের সাথে রই
কোন কারণে? যে কিনা আজ শিশুদের মিছিলের পিছেপিছে চলে
আর গতিহীন গতিতে নিজের ছায়ার সাথে কথা বলে
আমিতো অকালে মরেছি; বড়ই একাকী মরণ
তোমাদের দানবহাতে আমার সম্মান-পদ-পদবী হরণ
চলেছে নিরন্তর। অতঃপর, অসম্মানের ট্রাক চাপায় পিষে মেরেছো
আমার ভেতরের আমাকে। ভাসিয়ে দিয়েছো
মূলহীন শেওলার মতো তোমাদের এ আত্ম-বিকোনো অনাচার সংসারে
এখানে যারা একেবারেই অন্ধ পঙ্গুদের কাতারে,
যারা বিবেক-বঞ্চিত শ্বাপদের সমান, অতিশয় ভয়ংকর
তারাই আজ সব ভোগের ভেতর, প্রাপ্তির উপর
আর আমাকে উৎখাত করেছো অছেদ্য অধিকার থেকে; আমি কী পেলাম?
অথচ একদিন দিব্য জাজ্বল্যমান ছিলাম
যেখানে ছিলাম, সকলের একজন, কখনো উপরে
আজ আমি সর্বহারা মনমরা একজন কেবলই নিজের ভেতরে
পড়ে আছি। পদচ্যুত, চেয়ারচ্যুত, সমাজচ্যুত হয়ে মৃতের মতো জেগে রই
তাই মোটের উপর, আমি আর তোমাদের কেউ নই