কবিতার কথা শুনাবো তোরে
শুনাবো আজ কবির কথা ওরে,
দেখাবো লাল আর সবুজের খেলা
ঠিক যখন সন্ধ্যাবেলা
দেবো বকুলের গন্ধ তুলে কাংখিত ঘরে
ভালোবাসার শাপলা দেবো দুমুঠো ভরে
এর বিনিময়ে আজ আমি কিছু চাইনে
পিছনে আর সামনে,বামে কিংবা ডাইনে
দেরে দে, আজ আমায় শুধু দে
একটা ‘রাইফেল-রোটি-আওরাত’ এনে দে
এনে দে।