বুদ্ধিজীবীর বুদ্ধি গেল, শ্রমজীবীর শ্রম
রাস্তা-ঘাটে শূন্য আঁকা
ঘরগুলিও রইল ফাঁকা
কেমনতরো রহস্যমাখা
এত মানুষ কোথায় গেল, কেমন কাজের ক্রম
তৃতীয় চোখে দেখি চেয়ে
স্বর্গ-মর্ত্য-আকাশ বেয়ে
ঝড়ের বেগে বেড়ায় ধেয়ে
নব্য যুগের নতুনেরা; ভ্রমজীবীর ভ্রম।