সব রাজাই কি একেকজন গোপাল ভাঁড় পোষেন বড়সড় মাইনে দিয়ে
তারা কি একান্তই অনুগত, হিতকারী বটে? স্থূল সুবিধে নিয়ে
তারা কি আসলেই কোন পরামর্শ দেন?
সমস্যার সমাধান? নাকি সমস্যাকে বাড়িয়ে তোলেন
আর ফাঁকে-ফোঁকে নবতর সমস্যা পয়দা করে
কেবলই অবলীলায় মজা লোটেন, তারপরে
লুকিয়ে লুকিয়ে সকলেরে লুকোনো মজা দেন কেবল
তাইতো, ইতিহাসের গোপাল ভাঁড় এখনো অনর্গল
মোহাবিষ্ট করে রাখে সকলেরে, আর নিশ্চয়
গোগ্রাসে খেয়ে নেয় সকলের মূল্যবান সময়
এমনিভাবে গোপাল ভাঁড়েরা শতাব্দীর পর শতাব্দী
রাজত্ব করে বীরদর্পে, হয়ত মৃত্যু অবধি
বুঝি মৃত্যুটাও তাদের একটি ভাঁড়ামী হয়ে রবে
জানি এযুগের ভাঁড়েরাও একদিন ইতিহাস হবে
দূরবর্তী স্মার্ট প্রজন্মের জন্য, অতঃপর
মজার লেনদেন অকুতোভয়ে ক্রমশ হবে অগ্রসর
অবশ্যম্ভাবী কোন সভ্যতার মতন
কিন্তু আজো বুঝি নাই-কেন ভাঁড়েরা জন্ম নেয়,
আর কি-বা তাদের প্রয়োজন