তোমাকে উজালা রোদের কাছাকাছি পাইনি বলে ভেবেছো-
আমি মাঘের সন্ন্যাসী বাউল বোস্টমি সেজেছি
তুমি নাই বলে সময় আমার অভিমানে থমকে
যায়নি কোন মজে যাওয়া নদীর মতন।
তোমার স্মৃতিগুলি মিশে আছে রক্তের গভীরে
তোমার ভাবনাগুলিকে আপন করেছি
তারা আজ আমার কবিতার ক্ষেতখামালীর
নিত্য অনুষঙ্গ, আর অভ্যাসগুলো ভুলিনিকো;
তারা ডাঙগুলি খেলে মগজের প্রান্তরে,
কখনো চন্দ্রমুখি জ্যোছনার মতো হেসে যায়
আবার কান্নার বরিষণে ভিজে যেতে চায় অকারণ বায়নায়
তোমার ছুড়ে দেয়া বিরহ-বকুলের নামহীন ঘ্রাণ যেন আজ
এক মুঠো বাসনা বিলাস আমার গলে যাওয়া
সময়ের আঙিনায়।
                     (১৮১১২৪, ঢাকা)