এ দেশে টাকা কি আসলেই যাদু জানে! সে কি মিছা যাদু করে না!
সে কি সবকিছুই পারে! নাকি কিছুই কখনো পারেনা?
দিব্য দেখি, সে কোন বিদঘুটে অন্ধকার হলে
কেবলই চোরাপথে গোপনে গোপনে চলে
আর আকারে ইঙ্গিতে অচেনা মানুষের সাথে কথা বলে
সে কাউকে এড়িয়ে যায় অতিকৌশলে,
কাউকে শক্তি দিয়ে দেয় তাড়িয়ে,
আবার কাউকে অকারণে ধরা দেয় সে নিজ হাত বাড়িয়ে
কেবল, তখন চিরদিনের চেনা লোকটি দুদিনে কেমন কোটিপতি বনে যায়
অকস্মাত প্রাসাদে ঘুমায়, পাজেরো হাঁকায়;
যেন বড্ড অচেনা লাগে, আরো কত কী!
আসলে যার যাদুকরী টাকা আছে, দুনিয়া তার; আছে তার সবই-
আছে ভোগ-বিলাষ, রাজ্য-বাহাদুরী, আইন-আদালত, বার
এদেশের, জগতের সবকিছু তার
যার যাদুকরী টাকা নাই, নাই তার কিছু
সে আসলেই ইতর, আসলেই নগণ্য, অতি নীচু
কেউ একজন। বলো, কিবা আসে যায়
তার অগাধ জ্ঞান, গরিমা, নিছক সততায়!
এই আকাল কালে কী দেখি আজ? টাকার এ-ই যাদুকরীদশা এ দেশে!
কোত্থেকে এল সে! এর কি কোন জবাব আছে শেষে?
আসলেই সে নষ্ট পলিটিক্সের জারজ এক; তাই নির্দয়, নির্ডর
আসলেই টাকা এদেশে এক আজব যাদুকর