শীতের ভোরের কুয়াশায়
তোমার আলো যখন ছড়াও
সবাইয়ের মন আনন্দেতে,
মিষ্ট ভাসে ভরিয়ে দাও।


যখন গ্রীষ্মের প্রখর তাপে
সবাইয়ের প্রাণ জ্বলে,
তখন বুঝি হাসো তুমি
এসব মানুষ দেখে?


মানুষ কখন নিন্দা করে
আবার করে প্রশংসা।
মানুষ গো হয় এমন
তুমি হারিওনা ভরসা।


যে বলে আমি সুন্দর
উজ্জ্বল,  দীপ্তিময়।
সে তখন বোঝেনা কিছু
তুমি তারে করো ক্ষমা।


তোমার আলোর রূপেতে
মানবে সবাই হার।
তোমায় এ প্রাণ জুড়ে,
করি নমস্কার।