আলোর বাতির মাঝে যখন,
নামে অন্ধকারের ছায়া।
তখন হলুদ আলোর মাঝে,
আসে কালোর মায়া।


যাকে সবাই ভয় পেয়ে,
আলোর বাতি খোঁজে।
সে মৃদু হেসে বলে,
বৃথা খুঁজে মরে।


যত সবাই খুঁজুক আলো,
মুছবে না কালোর রূপ।
শত আলোর মাঝেও
থাকবে অন্ধকার।


দিন যদি কাটে সবার
আলোর স্রোতসে
আঁধার রাত এসে আবার
ঘনাবে কালোর মেঘ।


যত করো অবহেলা  
কালীর কাজল রূপ।
কভু সে হবে না লুপ্ত
থাকবে অনন্ত।


আলো থাকলে এ জগতে
থাকবে অন্ধকার।
আলোর মাঝে কালো আছে,
অপরূপ শোভায়।