ভোরেরবেলা যখন কুঁড়িটি,
ফুটে উঠবে হাসি নিয়ে।
তখন সবাই মেতে উঠবে,
ফুলের শোভা -পরশ পেয়ে।


তার সুগন্ধ স্নিগ্ধ রূপে
পাগল হবে মানুষের মন।
ওই সুন্দর ফোঁটা ফুল,
সবার কাছে হবে আপনজন।


কিন্তু যেদিন শুকিয়ে যাবে,
তার এই রূপ লোপ পাবে
সেদিন কেউ আসবে না আর
বুঝবে না তার ব্যথা -


যেদিন পড়বে পাপড়ি খসে,
সবাই শুধু চেয়ে রবে।
এখন ও ঝরে পড়ে গেছে,
মাটির কোলে শুয়ে আছে।


যখন ওই ফুল ছিল সুন্দর
তখন চিনেছিল সবাই তাকে।
সবাই খোঁজে সুন্দর ফুল,
পিছে পড়ে থাকে জবা, বকুল।