হারিয়ে যাব যখন আমি
এই প্রকৃতির মাঝে।
খুঁজে পাবেনা আর আমায়
সকল কাজের ফাঁকে।


হারিয়ে যাব ঐ আকাশে
প্রবল বেগের হাওয়ায় -
বৃহৎ বিশ্বের মাঝে আমি
রইবো এক ক্ষুদ্র কোনায়।


যদি হই নদীর জল বা ভোরের আলো,
ক্ষুদ্র পাতা আর বাদলা মেঘের কালো।
তখন সবাই দেখতে পাবে
আমার প্রতিচ্ছবি।


কিন্তু যদি হারিয়ে যাই
বৃহৎ সমাজের মাঝে।
তখন কেউ খুঁজে পাবে,
পাবে কি আমায় দেখতে?


সমাজে কেউ হারিয়ে গেলে
পাওয়া যায় তার খোঁজ?
কারো খোঁজ মেলে সমুদ্রে
কেউবা থাকে ওই পাহাড়ে -


অনেকে আবার মলিন বেশে
ঘুরে বেড়ায় বনে বাদাড়ে।
প্রকৃতি তাই চায় সবাইকে
কিন্তু সমাজকি কখনো চায় কাউকে?