বয়রায় খুলিয়াছে অদ্ভতে রেস্তোরাঁ
মেনুকার্ডটি হলো পাঁচমিশে ঘ্রাণে ভরা
প্রতি আইটেম পাশে কালো এক ছোপ কাটা
আঙুলটি ঘসে তাতে যেমনই নাকেতে ঠেকা
ঘ্রাণেই সারিবে তুমি অর্দ্ধম ভোজনও
বাকিটা পরিবেশনা সাজানো গোছানো
ঘ্রাণে শুধু বোঝা দ্বায় নোনতা কি ঝাল টক
মেনু দেখে মুখে দিও একটি স্বাদ-কোরক
মিটিবে রসনা তব, অর্ডারের পালা
তেমনি খাবার আসে পেঁজা মেঘ থালায়
স্বাদ-কোরকের নাম শোনেনি তো কেউ আগে
লাল-সাদা-নীল গুলি বাটিতে সাজানো থাকে
টপাটপ মুখে ফেলে স্বাদ নাও খাবারের
রেস্তোরাঁ খাসা বড় আহারে ও বাহারে
বাসন তৈরী হয় পেঁজা পেঁজা মেঘ ধরে
সেই মেঘই বারি হয় খাইবার কিছু পরে
এরূপ এক রেস্তোরাঁ দেখেছো কি ভূ ধরায়?
খাবারের লোভেতেই চলে এসো বয়রায়